তপন দাসকে জোড়পূর্বক ধরে গাছে বেঁধে রেখে অমানবিক ভাবে নির্যাতন বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এর নিন্দা



মোঃ বাবুল মিয়া , হেলাল মিয়া ও তার দলবল গত ১২/০৮/২০২২ ইং তারিখ বিকেল ১২ টায় বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সুখাইড়ে ভাণ্ডারবাড়ির তপন দাসকে জোড়পূর্বক ধরে গাছে বেঁধে রেখে অমানবিক ভাবে নির্যাতন করেছে ।
ঘটনার বিবরনে প্রকাশ, গরিব মৎস্যজীবি তপন দাসের মাছ ধরার কারেন্টের জাল কুইছহাটির মোঁ বাবুল মিয়ার মানুষজন চুরি করে নিয়েছে। তপন দাস জিজ্ঞাসা করতে গেলে বাবুল মিয়ার লোকজন তপন দাস কে গাছে বেধে লাথি, ঘুষি ও শরীরের বিভিন্ন জায়গায় নিলাফুলা জখম করে। এবং তাদেরকে বিভিন্ন ভয়-ভিতি দেখিয়ে এই এলাকা ছেড়ে অন্যত্র চলে যেতে নির্দেশ দেয় সন্ত্রাসীরা।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের নিকট খবর আসে যে এই ধরনের লোমহর্ষক ঘটনার পর এই এলাকার সংখালঘুরা ভয়ে নিরাপত্তাহিনতায় দিনাতিপাত করছে এবং দুষীদের শাস্তি দাবী করছে । সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ সুমন মিয়ার সঙ্গে মোবাইলে (০১৩২০১২০৭০৩) যোগাযোগ করলে তিনি বাংলাদেশ মাইনরিটি ওয়াচ কে বলেন - আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে, কিন্তু আসামিদের গ্রেফতার করতে পারে নাই পুলিশ, তবে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে । থানার অফিসার ইন চার্জ কে যোগাযোগ করলে তিনি জানান তিনি খুবই বাস্ত আছেন। আহত তপন দাস কে যোগাযোগ করে পাওয়া যায় নি । ( ০১৭৭৯৫০১৯০৮ ) এ, এস, পি সহকারি পুলিশ সুপার আলি ফরিদ আহমেদ বাংলাদেশ মাইনরিটি ওয়াচ কে বলেন এখনো প্রাথমিক তথ্য বিবরণী এখনো আদালতে পাঠান হয় নি, তায় কপি সরবরাহ করা সম্ভব হয় নি ।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এহেন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সাথে সাথে দোষীদের কে সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছে ।
Md. Babul Mia, Helal Mia and his gang on 12/08/2022 at 12:00 in the afternoon, with a malicious attitude, took Tapan Das of Bhandarbari in Sukhaide of Dharmapasha Upazila of Sunamganj district by force and tied him to a tree and tortured him in an inhuman manner.
According to the details of the incident, the fishing current net of the poor fisherman Tapan Das was stolen by the people of Mon Babul Mia of Quechhati. When Tapan Das went to inquire, Babul Mia's men tied Tapan Das to a tree, kicked, punched and injured him in various parts of his body. And the terrorists ordered them to leave the area by showing various threats.
Bangladesh Minority Watch came to know that after such a horrific incident, the minorities of this area are resorting to insecurity and demanding punishment of the culprits. When contacted on mobile (01320120703), Additional Superintendent of Police of Sunamganj District, Mohammad Sumon Mia, he told Bangladesh Minority Watch - A case has been filed against the accused, but the police could not arrest the accused, but the police are continuing to try. When the officer in charge of the police station was contacted, he said that he was very busy. The injured Tapan Das could not be contacted. (01779501908) A, S, P Assistant Superintendent of Police Ali Farid Ahmed told Bangladesh Minority Watch that the preliminary information report has not yet been sent to the court, and it has not been possible to provide a copy.
Bangladesh Minority Watch is strongly condemning and protesting this heinous incident and demanding that the culprits be brought to justice through proper investigation.

0 Comments