বগুড়ায় হিন্দুদের উপর নির্যাতনের বিরোদ্ধে মানববদ্ধন অনুষ্ঠিত হয়েছে


 

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলায় হিন্দু ধর্মালম্ভীদের উপর নির্যাতনের বিরোদ্ধে মানববদ্ধন অনুষ্ঠিত হয়েছে ৷আজ ১৩ ই নভেম্বর শুক্রবারে উপজেলার সৈয়দ আহম্মেদ কলেজ সংলগ্ন লাঠিগঞ্জে এই মানববদ্ধন অনুষ্ঠিত হয় ৷ সম্প্রতি কুমিল্লার মুরাদনগর সহ দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া হিন্দুদের বাড়িঘরে হামলা, ভাঙচুর,মন্দিরের প্রতিমা ভাঙচুর সহ ওই জনগোষ্টির উপরে নানাবিধ নির্যাতনের বিরোদ্ধে এই মানববদ্ধন অনুষ্ঠিত হল ৷

মানবধিকার সংগঠন বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ বগুড়া জেলা কমিটির আয়োজনে এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ৷জেলা কমিটির সভাপতি বিকাশ চন্দ্র কর্মকার,সাধারন সম্পাদক ডাঃ বিপুল চন্দ্র সাহা,ধুনট উপজেলা প্রতিনিধি মনোরঞ্জন সরকার কুরান,চকরাধিকা শ্মশান কমিটির সভাপতি নারায়ন চন্দ্র রায়,ওই কমিটির অন্যতম নেতা অর্জুন চন্দ্র প্রামানিক ৷প্রতিটি বক্তা তাদের বক্তব্যে বলেন কুমিল্লায় হিন্দুদের বাড়িঘরে হামলা অগ্নিসংযোগ সহ ভাঙচুর করা হয়েছে ওই পরিবার গুলি মানবেতর জীবন যাপন করছে দ্রত তারা আইনগত ভাবে আগুন সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান ৷পাশাপাশী ওই পরিবারগুলির ক্ষতিপুরনের দাবিও জানান সরকারের কাছে ৷

এ সময় আরো উপস্থিত ছিলেন,মনি প্রধান,বাসুদেব সরকার,রনজিৎ সরকার,রাখাল প্রাং,সুকুমার প্রাং,সুমন,রতন,মোহন,শ্যামল,শেফালী রানী,লিপি রানী,গোলাপি রানী,মিনতি রানী,লিপি রানী,সবিতা রানী,অনিতা রানী,শ্যামলী রানী, প্রায় শতাধিক নারী পুরুশ এ মানববদ্ধনে অংশ গ্রহন করে

 

0 Comments