পঞ্চগড় জেলার বদেশ্বরী গ্রামে ফুলমতি রানীকে হত্যার চেষ্টা পাশে দাড়াঁলো বাংলাদেশ মাইনরিটি ওয়াচ


 
পঞ্চগড় জেলার বোদা থানার অন্তর্গত বদেশ্বরী গ্রামের হিন্দু মহিলা শ্রীমতি ফুলমতি রানীকে (৩৫)) হত্যা করার উদ্দেশ্যে কিছু সন্ত্রাসী গত ২৫.১০.২০২১ তারিখ সন্ধ্যা 7:30 মিনিটের এর সময় তার ঘরে ঢুকে ধারালো ছোড়া দিয়ে আক্রমণ করে , ভাগ্য ভাল তিনি বেচে গেছেন । শ্রীমতি ফুলমতির আত্মচিৎকারে সন্ত্রাসীরা তার বাম হাতের পাতায় মারাত্মক আঘাত করে নিলাফুুলা জখম করে, তার স্বামী হরিশচন্দ্র বাজারে অবস্থান করছিল । 
 
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ খবর পেয়ে বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী সঙ্গে যোগাযোগ করলে তিনি সত্যতা স্বীকার করেন এবং অতি দ্রুত মামলা রুজু করার জন্য পদক্ষেপ নেন । বোদা থানা একটি মামলা রুজু করেন মামলা নং ১৭ তািরখ ২৬।১০।২০২১ । বাদী হরিশ চন্দ্র । থানার ও , সি বাংলাদেশ মাইনরিটি ওয়াচ কে জানায় মোঃ নাজমুল ইসলাম পিতা মো সাইফুল ইসলাম কে গ্রেফতার করেছে । হরিশচন্দ্রের সঙ্গে আমার কথা হয় হরিশচন্দ্র অ্যাড রবীন্দ্র ঘোষ কে জানান অপর ২ জন আসামী কে গ্রেফতার করা হবে বলে থানা কতৃপক্ষ জানান । বাদী হরিষ চন্দ্র বি , ডি, এম , ডাবলু কে জানান -
" সন্ত্রাসীরা আমার ঘরে ঢুকে আমার স্ত্রীকে হত্যা করার মানসে এই হামলা চালায় , এবং আমার স্ত্রী যন্ত্রণায় কাতর অবস্থায় হাসপাতালে নিলে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা আরম্ভ করে ।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এহেন সন্ত্রাসী কর্মকাণ্ডকে তীব্র নিন্দা করেছেন । অনতি বিলম্বে অবশিষ্ট আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির বাবস্তা করার দাবী জানাচ্ছে। গৌরহরি বর্মণ বি , ডি , এম , ডাবলু প্রতিনিধি এই ঘটনা তদন্ত করেছেন ।
 
 
At around 7:30 pm on 25.10.2021, some terrorists entered the house of Mrs. Fulmati Rani (35), a Hindu woman from Badeswari village under Boda Police Station of Panchagarh District and attacked her with a sharp shot. Nilaphula was severely injured in the palm of her hand, while her husband Harishchandra was staying in the market.
When Bangladesh Minority Watch got the news and contacted Boda Police Station OC Abu Saeed Chowdhury, he admitted the truth and took immediate steps to file a case. Boda Thana filed a case No. 17 dated 26.10.2021. Plaintiff Harish Chandra. Police OC informed Bangladesh Minority Watch that Md. Nazmul Islam has arrested his father Md. Saiful Islam. I spoke to Harishchandra and told Harishchandra and Rabindra Ghosh that the other two accused would be arrested. Complainant Harish Chandra informed B, D, M, W-
"The terrorists entered my house and carried out the attack with the intention of killing my wife, and when my wife was taken to the hospital in critical condition, the hospital authorities started treatment.
Bangladesh Minority Watch has strongly condemned such terrorist activities. They are demanding immediate arrest of the remaining accused and punishment under the law. Gour Hari Barman of Thakurgaon representative visited the spot and took video statements of the victim.

0 Comments