পাবনার চাটমোহরে মন্দিরে নারায়ন শিলা পাথরসহ শিবলিঙ্গ চুরির বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এহেন ঘটনার তীব্র নিন্দা


পাবনার চাটমোহরে একটি মন্দিরের জানালা ভেঙে বেশকিছু নারায়ন শিলা পাথরসহ শিবলিঙ্গ চুরির ঘটনা ঘটেছে। আজ রবিবার
ভোররাতে উপজেলার হান্ডিয়াল মধ্য বাজারে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের রক্ষণাবেক্ষণকারী মৃত জীবন ঠাকুরের স্ত্রী প্রভাতী অধিকারী বলেন, তাদের বাড়ির উঠানে ব্যক্তিগত উদ্যোগে নির্মিত গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির রয়েছে। শনিবার রাত ৮টায় মন্দিরে পাঠ কীর্তন ছিল। আরতী শেষে ভক্তরা চলে যায়। রবিবার ভোর ৫টার দিকে ফুল তুলতে গিয়ে তিনি মন্দিরের জানালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে গিয়ে চুরির বিষয়টি দেখতে পান।
তিনি জানান, চোরেরা ৪টি কষ্ঠি পাথরসহ ২৯টি নারায়ন শিলা পাথর, একটি শিবলিঙ্গ, দুটি পিতলের আসন ও একটি কাঠের আসন চুরি করে নিয়ে গেছে। পরে চুরির বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারপরও প্রাথমিকভাবে আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
পুলিশ সুপার সজিব শাহরিন কে চুরির ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি আমাকে বলেছেন - মন্দিরের সেবায়েত এখনো অভিযোগ দায়ের করে নি। চাটমোহর থানার অফিসার ইন চার্জ মোঃ আনোয়ার বলেন মামলা দিলে মামলা নেয়া হবে ।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এহেন ধর্মীয় মন্দিরে চুরির ঘটনাকে তীব্র নিন্দা জ্ঞাপন করছে। অনতিবিলম্বে আসামীদের গ্রেফতার করে আইনানুগ বাবস্তা নেওয়ার দাবি জানাচ্ছে


The windows of a temple at Chatmohar in Pabna were smashed and several Shivlings including Narayan Shila stones were stolen. The incident took place at Gouranga Mahaprabhu temple in Handial Madhya Bazar of the upazila on Sunday morning. Upon receiving the news, the police visited the spot at noon.
Prabhati Adhikari, wife of the late Jeevan Tagore, the caretaker of the Gouranga Mahaprabhu temple, said that there is a privately built Gouranga Mahaprabhu temple in their backyard. There was kirtan in the temple at 8 pm on Saturday. At the end of Aarti, the devotees leave. He went to pick flowers around 5 am on Sunday and saw the broken window of the temple. Later he went inside and saw the theft.
He said the thieves stole 29 Narayan rock stones, a Shivling, two brass seats and a wooden seat along with 4 hard stones. The theft was later reported to the local police.
Chatmohar Circle Assistant Superintendent of Police Sajeeb Shahreen said police had visited the spot after receiving the information. Legal action will be taken if a written complaint is received. Even so, owning one is still beyond the reach of the average person.
When police superintendent Sajib Shahrin was asked about the theft, he told me that the temple owner had not yet lodged a complaint. Chatmohar Police Station Officer-in-Charge Mohammad Anwar said if a case is filed, the case will be taken up.
Bangladesh Minority Watch strongly condemns the theft of such religious temples. BDMW are demanding immediate arrest of the accused and for  taking legal action.

0 Comments