ঠাকুরগাঁও স্বপ্না রানী মোদক (১৪) কে অপহরণ বাংলাদেশ মাইনরিটি ওয়াচ দ্বারস্থ পরিবার


 
স্বপ্না রানী মোদক (১৪) নামক এক হিন্দু ষষ্ট শ্রেণির ছাত্রী কে ইসলামে পরিনত করার মানসে ১) মহাম্মাদ আবু সায়েদ (১৮) , ২) মহাম্মাদ নুর ইসলাম (৪০) ৩) মোহাম্মদ আমিন (৪০) , ৪) মহাম্মাদ আমির (৩৫) গত ৭।১১।২০২১ ইং তারিখে সন্ধ্যা ৭ ঘটিকার সময় অপহরন করেছে ঠাকুরগাঁ থানার মাদারগঞ্জ এলেকা থেকে।
মেয়ের পিতা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা দায়ের করেছেন । মামলা নং ১১/৩৩৫ তারিখ ১০।১১।২১ , ধারাঃ নারী ও শিশু নির্যাতন আইনের ৭/৩০ । মেয়েটি মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী । মেয়ের পিতা বাংলাদেশ মাইনরিটি ওয়াচের ঠাকুরগাঁও জেলার প্রতিনিধি শ্রী গৌরহরি বর্মণের সহায়তায় থানায় মামলা রুজু করলেও মেয়েটিকে উদ্দার করতে পারে নাই পুলিশ ।
মেয়েটির পিতা শ্রী রাজেন মোদক বলেন " গত ৭।১১।২০২১ ইং তারিখ রোজ রবিবার সন্ধ্যা অনুমান ৭ ঘটিকার সময় আমার নাবালিকা কন্যা ভিকটিম স্বপ্না রানী মোদক আমার কন্যাকে আমার বাড়ি সংলগ্ন মাদারগঞ্জ বন্দরের রাস্তার পাশে একাকী পেয়ে উল্লেখিত এক নম্বর আসামি পূর্ব পরিকল্পনা মোতাবেক অজ্ঞাত নামা ২১/২২ বছর বয়সের যুবকসহ একখানি অটো চার্জার ঢুকিয়ে সকলের হাতে থাকা অস্ত্রের মুখে আমার নাবালিকা কন্যা স্বপ্না রানী মোদক কে জিম্মি করিয়া উক্ত অটো চার্জার গাড়িতে মেয়ের ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক তুলিয়া লইয়া যায় এবং আসামিরা পাকা রাস্তা দিয়ে উত্তর দিকে দ্রুত পালিয়ে যায় । আমার কন্যাকে রক্ষা করিতে পারি নাই " এই ব্যাপারে আমাদের প্রতিনিধি শ্রী গৌরহরি এই মেয়েটিকে উদ্ধারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন এবং নাবালিকা পিতামাতাকে সাহায্য করার জন্য উনি থানায় এবং বিভিন্ন প্রশাসনিক মহলকে অবগত করেছেন এখনো করে যাচ্ছেন বাধ্য হইয়া তিনি আমাকে এই মেয়েটি উদ্ধারের জন্য আহবান জানান এবং বিভিন্ন মহল কে অবগত করে মেয়েকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের আবেদন জানান । আমি বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এর পক্ষে এডভোকেট রবীন্দ্র ঘোষ ঠাকুরগাঁও জেলার সদর থানার অফিসার ইনচার্জ কে অবগত করেছি । ডি , আই , জি, রংপুর ও পুলিশ সুপার ঠাকুরগাঁও কে অবগত করেছি ।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এহেন ন্যাকারজনক ঘটনার তীব্র নিন্দা করেছেন। অনতিবিলম্বে মেয়েকে উদ্দার করে আসামিদের গ্রেপ্তার করে আইনানুগ ভাবে বিচারের দাবি জানাচ্ছে । আইনের বিধান হল নাবালিকা মেয়ের বিবাহের আইনগত কোন ভিত্তি নাই ।
1) Mohammad Abu Sayed (18), 2) Mohammad Nur Islam (40) 3) Mohammad Amin (40), 4) Mohammad Amir (35) abducted a Hindu minor girl (14) from Madarganj area of Thakurgaon police station on 7/11/2021 at 6 pm.
The girl's father has filed a case with Thakurgaon Sadar Police Station. Case No. 11/335 dated 10.11.21, Section: 7/30 of Women and Child Abuse Act. The girl is a sixth class student of Madarganj High School. The girl's father lodged a case with the police with the help of Thakurgaon District Representative of Bangladesh Minority Watch, Shri Gourahari Barman, but the police could not rescue the girl.
The father of the girl, Shri Rajen Modak, said, "My minor daughter Swapna Rani Modak was taken hostage in the face of the weapon in the hands of everyone by 22 to 23 year old youth with an auto charger. Our representative Shri Gourahari has made various attempts to rescue the girl and in this regard he has informed the police station and various administrative quarters to help the minor parents. He is still compelled. And appealed for the arrest of the accused. I have informed Advocate Rabindra Ghosh Thakurgaon District Sadar Police Station Officer-in-Charge on behalf of Bangladesh Minority Watch. I have informed DIG, Rangpur and Superintendent of Police Thakurgaon.
Bangladesh Minority Watch has strongly condemned such a heinous incident. He immediately rescued the girl and arrested the accused
Demanding justice in a legal way. The provision of the law is that there is no legal basis for the marriage of a minor girl.

 

0 Comments