চাঁদপুর জেলার হাজীগঞ্জ খ্যালঘু হিন্দু পরিবারের সম্পদ জোরপূর্বক দখল

 


 

চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার অন্তর্গত ৮ নং হাটিলা ইউনিয়নের বেলগর গ্রামের এক সংখ্যালঘু হিন্দু পরিবারের সম্পদ জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে সীমানা প্রাচীর ভাঙচুর করে হামলা চালানো হয়েছে। গত ২৩.০৮.২০২২ইং তারিখ রোজ মঙ্গলবার চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বেলগর গ্রামের বাসিন্দা ঠাকুর বাড়ির লক্ষ্মণ চক্রবর্তীর পৈত্রিক সম্পত্তি,প্রতিবেশী জহুরুল আলীর ছেলে আবদুল মালেক জোরপূর্বক ভাবে দখল করার উদ্দেশ্যে সীমানা প্রাচীর ভাংচুর করে। ভাংচুর চলা কালীন সময় লক্ষ্মণ চক্রবর্তী ও তার পরিবারের লোকজন বাঁধা নিষেধ করিলে তাদের উপর হামলা চালানোর চেষ্টা করে ভূমিদস্যু আবদুল মালেকের সন্ত্রাসী দল-বল।তাৎক্ষণিক ভাবে বিষয় টি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারকে জানানো হয়, পারে ইউপি সদস্য সহ লোকজন গিয়ে ঘটনাস্থলে পর্যবেক্ষণ করে হামলা ও ভাংচুরের ঘটনার সত্যতা নিশ্চিত হন।গত বছর ও অভিযুক্তরা এই পরিবারের সম্পত্তি জোরপূর্বক ভাবে দখল করার চেষ্টা করে, তখন ঘটনাটি স্থানীয় থানা প্রশাসনকে অবগত করা হলেও কোন সুরাহা হয়নি, এ ঘটনায় দুজনকে অভিযুক্ত করে শ্রীমতী সাবিত্রী চক্রবর্তী (০১৭৪৭৯৬০৪০৯) বাদী হয়ে হাজীগঞ্জ থানায় আবদুল মালেক ও তার স্ত্রী শাহিদা বেগমের বিরুদ্ধে
লিখিত অভিযোগ দায়ের করেন।

খবর পেয়ে বাংলাদেশ মাইনরিটি ওয়াচের পক্ষে অ্যাড রবীন্দ্র ঘোষ চাঁদপুর পুলিশ সুপার কে জিজ্ঞাশা করিলে তিনি ব্যাপারটি অবগত নন বলে জানান। হাজিগঞ্জ থানার অফিসার ইন চার্জ জোবাইদ সাইদকে জিজ্ঞাশা করলে তিনি বলেন ঘটনাটি ছোট ঘটনা , তিনি বলেন বাদিনি সাবিত্রি চক্রবতীর নিকট থেকে একটি অভিযোগ পেয়েছেন , একজন দারোগা পাঠানো হয়েছিল কিন্তু লোকাল সালিশদারগন আগামি কাল রবিবারের মধ্যে ক্ষতিপূরণের বাবস্তা না করলে ৩২৩/৪২৭ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নেয়া হবে ।

বাদিনি সাবিত্রি চক্রবতীর সঙ্গে তার মোবাইল ফোনে আমার আলাপ হয়, তিনি বলেন ' আমরা বিচার চাই - আমার স্বামী দেড় মাস ধরে বিছানায় সয্যাশায়ী অসুস্থ অবস্তায় আছে, আপনারা আমাদের আইঙ্গত সাহায্য করুন"

বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এহেন হিংসাত্মক ঘতনার তীব্র নিন্দা করছেন। অনতি বিলম্বে দূষী বাক্তিদের গ্রেফতার করে শাস্তির বাবস্তা করার দাবী জানাই'

0 Comments