মন্দিরের সম্পত্তি দখল বাংলাদেশ মাইনরিটি ওয়াচের পক্ষে মন্দির পরিদর্শন


 
 
ঢাকা জেলার অন্তর্গত ধামরাই থানাধিন বারবাড়ীয়া শ্রী শ্রী কালি মন্দির টি খুবই পুরানো হিন্দু মন্দির। এই কালি মন্দিরটি ১০ শতাংশ সম্পদ । এই বারবাড়ীয়া সার্বজনীন কালি মন্দির কমিটি গত ১২ বতসরের উদ্ধকাল যাবত এই মন্দিরে ভোগদখল করে মা কালির সেবা কাজ করে আসছেন।
উক্ত এলাকার কিছু লোভী বাক্তি ১) মহাম্মদ রফিকুল আলম ২) মহাম্মদ মাসুদ আল শাহিন উক্ত মন্দিরের সম্পত্তি দখল এবং তসরুপের মানসে ঢাকা জেলা জজ আদালতে কালি মন্দিরের কমিটির বিরুদ্ধে এক মিথ্যা ঘোষণামূলক মোকদ্দমা নং ৮১৫/২০১৯ দায়ের করিলে বিচারক ১৯/১০/৯৯ তারিখে প্রকাশ্য আদালতে বিনা খরচে মামলা খারিজ করেন ।
বাদী গন আবারো উক্ত সিনিয়র সহকারী জজ ধামরাই আদালতে চিরস্তায়ী নিষেধাজ্ঞার অন্য এক মামলা নং ৮৮৮/২০১৯ আনয়ন করলে সিনিয়র সহকারি জজ ধামরাই ২৬।০৯/২১ তারিখে নিষেধাজ্ঞার দরখাস্ত খারিজ করেন ।
বারবাড়ীয়া সার্বজনীন কালী মন্দির কমিটি বাংলাদেশ মাইনরিটি ওয়াচকে এই মর্মে আবেদন করেন যে বিবাদি পক্ষ বার বার আদালতে হারীয়ে যাওয়ার পরেও মন্দিরের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করছে । এই খবর পেয়ে বাংলাদেশ মাইনরিটি ওয়াচের পক্ষে মন্দির পরিদর্শনে যাই আমরা এবং এই মন্দির রক্ষনাবেক্ষন করার জন্য প্রশাসনকে অবহিত করি।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ মহাম্মদ রফিকুল আলম গংদের এহেন বেআইনি কার্যক্রমের তীর নিন্দা করছেন এবং আদালত কর্তৃক রায়কে সন্মান প্রদর্শন করার আহ্বান জানাচ্ছে ।
Within Dhamrai Barbaria Sri Sri Kali Mandir is a very old Hindu temple in Dhaka district. This ink temple is 10 shotangsho wealth. This Barbaria Sarvajanin Kali Mandir Committee has been working and doing sheva puja in the service of Mother Kali since last 12 years.
Some greedy people of the said area 1) Mohammad Rafiqul Alam 2) Mohammad Masood Al Shahin filed a false declaration suit No. 815/2019 against Kali Mandir Committee in Dhaka District Judge Court on 19/10/99 in open court for possession of said temple property and misappropriation of the same. The case was dismissed without costs.
When the said Muslim plaintiff brought another case No. 888/2019 for permanent injunction in the said Senior Assistant Judge Dhamrai Court, Senior Assistant Judge Dhamrai rejected the injunction application on 26.09/21.
The Barbaria Sarvajanin Kali Mandir Committee appealed to Bangladesh Minority Watch that the defendants are causing disruption to the temple's activities despite repeatedly losing in court. After receiving this news, we visited the temple on behalf of Bangladesh Minority Watch and informed the administration to protect this temple.
Bangladesh Minority Watch strongly condemns such illegal activities by Mohammad Rafiqul Alam and others and urges the local adminitration & the court to respect the verdict.

 

0 Comments