জলঢাকায় মুর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে



 
 
সিনিয়র রিপোর্টার আব্দুর রাজ্জাক।

নিলফামারীর জলঢাকার কাঁটালি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে নিলসাগরের নিকট বর্তি অবস্থিত কালী মন্দিরের প্রতিমা ভাংচুর করেছে বলে জানা গেছে।

এবিষয়ে মন্দিরের সভাপতি সুরেশ চন্দ্র রায় (৭৮) গত (৪ এপ্রিল ২০২৩) বাদী হয়ে আটককৃত পারভেজ ইসলাম কে আসামি করে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৮।

এজাহার সুত্রে জানা যায়,গত (৪ এপ্রিল ২০২৩) সকাল অনুমান ০৬.৩০ সময়ে পারভেজ কালী মন্দিরে অনধিকার প্রবেশ করে মন্দিরে থাকা মুর্তি ভাংচুর করে পালানোর সময় স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ তাতক্ষনিক ভাবে  ঘটনাস্থলে পৌঁছান ও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং   জনতার হাতে আটককৃত পারভেজ কে পুলিশ হেফাজতে নিয়ে আটক করে থানায় নিয়ে আসেন।

পরবর্তীতে আটককৃত কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।

আটককৃত পারভেজ ইসলাম (১৪) উপজেলার শিমুলবাড়ী আশ্রয়ন বাজারের মোঃ সবুর ইসলামের পুত্র।



বাংলাদেশ মাইনরিটক ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ জানান, থানার  অফিসার ইন চার্জ মোঃ ফিরোজ কবিরের নিকট ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন অপরাধীর বিরুদ্ধে বাংলাদেশ দণ্ড বিধি আইনের ২৯৫/২৯৫ক/২৯৭ ধারায় মামলা রুজু করে তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে । 

জেলা পুলিশ সুপার, বি ডি এম ডাব্লু কে জানিয়েছেন যে এই শিশু অপরাধীকে শিশু সেলে রাখা হয়েছে। 

বি ডি এম ডাব্লুর সভাপতি এহেন নিন্দনীয় ঘটনা রোধে সরকারকে কার্যকরী ভূমিকা রাখার জন্য জোর দাবি জানিয়েছেন।

 

0 Comments