মহামান্য হাইকোর্টের আদেশ বলে বি ডি এম ডাব্লুর প্রতিনিধি দল সরজমিনে

 
 
 
সিনিয়র রিপোর্টার মোঃ আব্দুর রাজ্জাক।

বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ জানান গত ( ১লা মে,২০২৩) নারায়নগঞ্জের, ফতুল্লায়, বড় দেওভোগ মৌজায় মানবাধিকার প্রতিনিধি দল সরজমিনে ইনভেস্টিগেশনে যান।

 
 
আরও জানান সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বড় দেওভোগ মৌজার হিন্দুু সম্ভুনাথ দে গং এর  ৬১০ নং এস এ খতিয়ানের, ৭১৮ নং এস এ দাগের ৬১ শতাংশ ভুমি এবং মন্দির রক্ষিত হয়েছে,  হাই 
 
 
কোট ও সুপ্রীম কোটের আদেশ বলে, এবং বি ডি এম ডাব্লুর সহযোগিতায়।

মহামান্য হাইকোর্ট বিভাগের বিচারপতিগন রিট পিটিশন নং ৮১৮২/২০২১ এর বিগত (২৭ সেপ্টেম্বর ২০২১) তারিখে আদেশে উক্ত তফশিল বর্নিত নালিশী ভুমি বিষয়ে স্থিতাবস্থা (Status quo) বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

মহামান্য হাইকোর্ট  হিন্দু শম্ভুনাথ দে গং এর পক্ষে বিচার বিবেচনা করে ৬১ শতাংশ ভুমি অবমুক্তির আদেশ প্রদান করেন। মোকদ্দমা নং ২৫১/১২। রিট পিটিশন নং ৮১৮২/২০২১।


দীর্ঘ ১১ বছর মামলা পরিচালনা করার পর  মহামান্য আদালত শম্ভুনাথ গং এর পক্ষে রায় দিয়েছেন, অপরদিকে  ভুমি দশুু কাশেম হুমায়ুন তার ভাই মো: আব্দুস সালাম, দেলোয়ার ছুন্নু এবং মোয়াজ্জেম হোসেন আইনের লড়াইয়ে হেরে যায়। এখন উক্ত ভুমিতে স্থিতাবস্থা (Status quo) বজায় আছে। কিন্তুু ভুমি গ্রাশিরা এখনো গায়ের বলে বলিয়ান হয়ে এবং প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় আইনকে অমান্য করে উক্ত ভুমির কিছু অংশে অবৈধ স্কুল প্রতিষ্ঠানের নামে বেআইনি কাজ চালিয়ে যাচ্ছে। 

বি ডি এম ডাব্লু, আইনকে সহযোগিতা  এবং সবোর্চ আদালতের  রায়কে সন্মান প্রদশর্নের দাবী জানাচ্ছে।

 

0 Comments