গত ১৬ ই জুলাই ২০২৪ ইং তারিখে রাত অনুমান ২ ঘটিকার সময় কে বা কারা নীলফামারী জেলার ডিমলা থানার অন্তর্গত বাবুরহাট অবস্থিত সার্বজনীন কালী মন্দির অবৈধভাবে প্রবেশ করিয়া হিন্দু মূর্তিসমুহ ভাঙচুর করে এবং হিন্দু ধর্মকে অপবিত্র করেছে। উক্ত থানার অফিসার ইনচার্জ দেবাশীষ কুমার রায়কে জিজ্ঞাসা করিনি তিনি বলেন এখনো পর্যন্ত পুলিশ কোন আসামিকে সনাক্ত করিতে পারে নাই, তিনি আরো বলেন উক্ত মন্দিরের সেবায়েত মনোরঞ্জন সেনকে (০১৭৪০৯২১৪৪৫)
বাদী করিয়া ডিমলা থানায় মামলা নাম্বার ২০ /১৫৬ ১৭ জুলাই ৪৪৮,/২৯৫ ধারায় মামলা দায়ের করেছেন, মামলার বাদী মনোরঞ্জন সেন কে জিজ্ঞাসাবাদ করিলে তিনি খুবই মর্মাহত হয়েছেন বলে বাংলাদেশ মাইনরিটি ওয়াচের নিকট দাবি করে বিচার দাবি করেন!
বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ উক্ত ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং অতি শীঘ্রই আসামিদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার দাবী জানাচ্ছে। ধর্মীয় সহিংসতা বর্জন করা খুবই জরুরী। এ সমস্ত মামলায় শাস্তি না পাওয়ার কারণে অপরাধীরা খুবই প্রশ্রয় পেয়ে যাচ্ছে। ছবি এবং এজাহারের কপি সন্নিবেশিত হল।
0 Comments