হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার এক মুসলিম যুবক আটক

 





মোঃ: রেয়াজুল ইসলাম নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ৩১/০৮/২৪ ইং তারিখ হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কারণে। 


ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার ৪ নাম্বার সারপুকুর 

ইউ,পি, তালুক হরিদাস মৌজায় আদিতমারী উপজেলায়। 


বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের পক্ষ থেকে থানার ওসির সঙ্গে কথা বলে অতি শীঘ্রই আসামিদের গ্রেপ্তার করার অনুরোধ করলে তিনি গতকাল রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেন।

শ্রী ধরণী কান্ত বাদী হয়ে থানায় মামলা রুজু করেছেন। আদিতমারী থানার মামলা নম্বর ২৪/২৩৩ ধারা ২৯৫/২৯৫/ক। 


বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের পক্ষ থেকে এ বিষয়ে তীব্র নিন্দা করা হচ্ছে এবং অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার করে আইন অনুসারে শাস্তি বিধান করার দাবি জানাচ্ছে। 


Perpetrator, MD.Reazul Islam  demolished Hindu deities on 31.08.2024 at about 5 pm at Adithmari Upazila of Lalmonirhat district. 


 I, Adv Rabindra Ghosh President of Bangladesh Minority Watch immediately contacted with SP Lalmonirhat and OC Adithmari ps for taking legal action against perpetrators. 


Thereafter the local Administration took action arresting one perpetrator MD.Reazul Islam and sent him to court taking cognizance as per law. Case No.24/233. 


Bangladesh Minority Watch Dhaka is very much concerned about repeated incidents of religious attack and demand the arrested perpetrator be sentenced rigorous punishment as per law. Copy of FIR and complaint attached.

0 Comments

Newest