নড়াইলে রাধাবল্লভ বিশ্বাস (৭৫) কে হত্যা ঘটনায় বাংলাদেশ মাইনরিটি ওয়াচের পক্ষ থেকে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি




গত ১৬ আগষ্ট বুধবার নড়াইল জেলার সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্ৰামে হিন্দু সম্প্রদায়ের জমির মালিকের জমির পাট কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ওই জমির মালিক রাধাবল্লভ বিশ্বাস (৭৫) নামের একজন নিহত হয়েছেন এবং আরও অনেকেই গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এই ঘটনায় নিহত রাধাবল্লভ বিশ্বাসের ভাইপো শ্রীমান সুফল বিশ্বাসের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান তাঁদের জমির পাট কাটা নিয়ে সংঘর্ষের সূত্রপাত। সদর উপজেলার দেবভোগ গ্রামের রাধাবল্লভ বিশ্বাসের সঙ্গে উপজেলার বাহিরগ্রামের সালাম শেখের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দেবভোগ গ্রামের বিলের ওই জমিতে পাট রোপণ করেছিলেন রাধাবল্লভ বিশ্বাস। আজ দুপুরে কয়েকজন লোক নিয়ে ওই পাট কাটতে যান সালাম শেখ। তাঁরা হাঁসুয়া দিয়ে পাট কাটতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে রাধাবল্লভ বিশ্বাস, তাঁর ভাই দুর্লভ বিশ্বাস ও দুই ভাইয়ের ছেলে সুফল বিশ্বাস ও রামপদ বিশ্বাসকে নিয়ে পাট কাটতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় প্রতিপক্ষের হাঁসুয়ার কোপে রাধাবল্লভ বিশ্বাস গুরুতর আহত হন। লাঠির আঘাত ও হাঁসুয়ার কোপে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। নড়াইল জেলা পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন মহাদোয়ার সাথে মুঠোফোনে কথা বললে উনি জানান, এই ঘটনায় নিহত রাধা বল্লবের ভাতিজা শ্রীমান সুফল বিশ্বাস বাদী হয়ে সদর থানায় ১৮ জন আসামির নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলা নং ১২/ ১৮-০৮-২৩ । পরবরর্তীতে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বললে তিনি জানান ইতোমধ্যে ৪ জন আসামিকে ধরা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান চলমান আছে, বাংলাদেশ মাইনরিটি ওয়াচের পক্ষ থেকে থেকে নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অনতিবিলম্বে আসামিদের গ্রেফতার করে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে।

0 Comments