পাবনার ঘটনায় সারজমিনে বাংলাদেশ মাইনরিটি ওয়াচ


পাবনা কোটের সিনিয়র সহকারী জজ আদালতের বৈষম্যমূলক/সাম্প্রদায়িক  আদেশ বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে এমন একটি বিষয়ে পাবনা জজ  আদালতে সরেজমিনে তদন্ত করতে গিয়ে গত ০৯/১১/২০২৩ তারিখ বৃহস্পতিবার বাংলাদেশ মাইনোরিটি ওয়াচের সভাপতি আড: রবীন্দ্র ঘোষ ক্ষোভ প্রকাশ করেছেন। পাবনা শহরের অধিবাসী  শ্রী গোপাল দও @ জয়ন্ত কুমার দত্ত তার দোকান ঘরের উচ্ছেদযোগ্য  ভাড়াটিয়া মো: রশিদুল আলম @রন্টুর বিরুদ্ধে বাংলাদেশ হাইকোর্ট  (Civil Revision No.2213/2010) ও সুপ্রিম কোর্টের রায়( Civil Review Petition No.05/2022) তার পক্ষে বহাল থাকার পরেও সহকারী জজ মিসেস নাহিদা আখতার জুলিয়েটর  সাম্প্রদায়িক মনোভাবের কারণে রায়  বাস্তবায়ন হচ্ছে না।

এই বিষয়ে আইন মন্ত্রি জনাব আনিসুল হক, ও পাবনা জেলা জজ মিসেস শামীম আহম্মদ এর  নিকট যোগাযোগ করেও আইনী প্রতিকার/অধিকার লাভে ব্যর্থ  হয়েছেন জয়ন্ত কুমার দত্তও তার পরিবার । তিনি এবং তার পরিবার কান্না বিজড়িত কন্ঠে বাংলাদেশ মাইনরিটি ওয়াচের নিকট সহায়তা চেয়ে বলেন " আমি সংখ্যালঘু হিন্দু হওয়ার কারণে আমাদের বিচার বিভাগ আমার উপর ২০২১ সাল থেকে  নির্দয় আচরণ  করেছে, আমি আমার অধিকার ফেরত  চাই।" 

বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এহেন সাম্প্রদায়িক আচরনের তীব্র নিন্দা করেছেন এবং অনতি বিলম্বে জারী মামলার ০১/২০২১ বিবাদী মো: রশিদুল আলমকে উচ্ছেদ পূর্বক হাই কোট এবং সুপ্রিম কোর্টের আদেশ কে মান্যতা  দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে।

0 Comments