দিনাজপুরে নাবালিকা অপহরণ তদন্তে বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ


দিনাজপুর জেলার বিরামপুর থানার অন্তর্গত ইসলাম পাড়া নিবাসী আনন্দ সরকারের নাবালিকা দশম শ্রেণী উত্তীর্ণ বিদ্যালয়ের মেয়ে কুমারী অনন্যা সরকার (১৬)কে ধর্মান্তরের জন্য গত ২৭ শে জুন,২০২৪ সকাল ১০ঃ০০ ঘটিকায় অপহরণ করেছে।
মেয়ের পিতা থানায় পাঁচজন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার ১/১৩৮. আসামিদের নাম ১/ মোঃ আকাশ, ২/ আনোয়ারা বেগম, ৩/ মোঃ জুনায়েদ সিদ্দিক, ৪/ মোঃ আঙ্গুর মিয়া, ৫/ মোসাম্মৎ আমেনা বেগম।
বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ এর পক্ষে অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ থানার অফিসার ইনচার্জকে জিজ্ঞাসা করিলে তিনি ঘটনার কথা স্বীকার করেন । তিনি আরো বলেন অনতিবিলম্বে আসামিকে গ্রেপ্তার করা হবে এবং ভিক টিমকে উদ্ধার করে কোর্টে চালান দিবেন।
বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং অনতিবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে কুমারী অনন্যা সরকারকে উদ্ধার করে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবী জানাচ্ছে।

0 Comments